আন্তর্জাতিক বই মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী
দাবদাহ লাইভ, বিধাননগর, হিরণ ঘোষালঃ বিধাননগর মেলা প্রাঙ্গণে ৪৭ বার ঘন্টা বাজিয়ে কোলকাতা বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রীমণ্ডলী শোভনদেব চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, সুজিত বসু, সাংসদ দোলা সেন ও ডাঃ শান্তনু সেন, কোলকাতার মেয়র ফিরহাদ ববি হাকিম, মেয়র কৃষ্ণা চক্রবর্তী, পুলিশ কমিশনার গৌরব শর্মা ও নন্দিনী চক্রবর্তী প্রমুখ। মেলার মুখ্য উদ্যোক্তা ত্রিদীব চট্টোপাধ্যায় ও সুধাংশু শেখর দে। এবারের থীম বৃটিশ কাউন্সিল- ইউনাইটেড কিংডম। বাংলার রক্তমজ্জায় মিশে যাওয়া কোলকাতা আন্তর্জাতিক বইমেলা আমাদের গর্ব ও অহংকারের। বই লেখা ও ভাবনার বিন্যাস ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। একদিনের মেলার পরিসর ছিল যা এখন মহীরুহ আকার ধারণ করেছে। পরিবহণ ব্যবস্থাপনায় পথ চলতি মানুষের আক্ষেপ ধরা পড়ে। বই পড়ুন ও পড়ান। শিশু ও কিশোরের হাতে উপহার সামগ্রী হিসাবে বই উপহার দেওয়ার নিবেদনে এই মেলা। একমাত্র বই-ই মানুষের দুঃখ ঘোচন করে।

















