আন্ডারপাসে জমা জলে মশার উপদ্রবে বিধায়ক উদ্বিগ্ন
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ নতুন আন্ডারপাস তৈরী, বর্ষায় আন্ডারপাসে জমে থাকা জল ও রেলের জমির ওপর বাস স্ট্যান্ড তৈরী সহ একাধিক বিষয় নিয়ে ADRM এর সঙ্গে আলোচনা সারলেন বিধায়ক শংকর ঘোষ। শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, শিলিগুড়ি পুরনিগমের বিরোধী কাউন্সিলর অমিত জৈন নিউ জলপাইগুড়ির ADRM কার্যালয়ে গিয়ে ADRM সঞ্জয় চিলওয়ার সঙ্গে দেখা করে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন। তিনবাত্তি মোড় সংলগ্ন NBSTC এর পরিত্যক্ত জমিতে বেসরকারি বাস স্ট্যান্ড তৈরী করতে গিয়ে রেলের তরফ থেকে দখলের অভিযোগ ওঠে। ঐ বিষয় নিয়ে আজ শংকরবাবু আলোচনা করে জানতে পারে ওটা কোন রেলের থেকে দখল করা হয়নি। এছাড়াও বাগরাকোর্ট লেবেল ক্রসিন নিয়েও আলোচনা হয়। শংকরবাবু জানান সব কিছু গুরুত্বপূর্ণ ভাবে শোনেন ADRM। শিলিগুড়ি শহরে বেশ কিছু আন্ডারপাস রয়েছে,সেই আন্ডারপাসে বৃষ্টির জল জমে থাকতে দেখা যায়। এর ফলে মশা বাহি রোগের উপদ্রব বাড়তে পারে। তাই এই বিষয় গুলো যত্ন সহকারে দেখার অনুরোধ জানান।













