আদালত অবমাননার অভিযোগে গ্রেফতার বৃদ্ধ
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ আদালতের নির্দেশ অনুযায়ী আদালত অবমাননার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার হাবরা থানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহার করার অভিযোগ ওঠে হাবরা থানার অন্তর্গত কুমড়া বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা বর্তমান ৬৮ বছরের কমল রায়ের বিরুদ্ধে। বিদ্যুৎ চুরি করার অভিযোগে ২০০৬ সালে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে। দীর্ঘদিন যাবত আদালতের নির্দেশ অমান্য করে হাজিরা এড়িয়ে যাওয়ায়, চলতি বছরের জানুয়ারি মাসে অভিযুক্ত-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে মহামান্য আদালত। এরপর আদালত অবমাননার দায়ে, আদালতের নির্দেশ অনুযায়ী, শুক্রবার রাতে অভিযুক্তকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে হাবরা থানার পুলিশ। শনিবার হাবরা থানার পক্ষ থেকে ধৃতকে বারাসাত মহকুমা আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
সিপিএম নেতার জীবনাবসান
নিউজ এক ঝলকে
আদালত অবমাননার অভিযোগে গ্রেফতার বৃদ্ধ
98%


















