আদালতের নির্দেশে ভাঙা হল অবৈধ নির্মাণ বাড়ী
দাবদাহ লাইভ, বসিরহাট, বৈশাখী সাহাঃ অবৈধভাবে বাড়ি নির্মান করায় আদালতের নির্দেশ অনুযায়ী সেই নির্মীয়মান বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে দেবার চিত্র ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। হিঙ্গলগঞ্জ এর উত্তর মামুদপুর এলাকায় ঘটনাটি ঘটে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত উত্তর মামুদপুর এলাকায় এক ব্যাক্তি পি ডব্লিউ ডি-র অধীনস্থ পাকা রাস্তার পাশে একটি জমি জবরদখল করে সেখানে বাড়ি নির্মান করায় প্রভূত সমস্যার সম্মুখীন হয়ে অপর এক ব্যাক্তি আদালতের দারস্থ হয়। স্থানীয় সূত্রে জানা যায় উত্তর মামুদপুর এলাকায় বসবাসকারী খগেন্দ্র নাথ মাইতি নামে এক ব্যাক্তির বাড়ির সামনে থাকা পি ডব্লিউ ডি-র পীচের রাস্তার পাশে থাকা ৩ কাঠা জায়গা জবর দখল করে সেখানে ৩ তলা বাড়ি বানায় রফিকুল গাজি নামে এক ব্যাক্তি। ফলে খগেন্দ্র নাথ এর বাড়ি থেকে বের হবার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় বিপুল সমস্যার সম্মুখীন হয় তাঁর পরিবার। বিষয়টি একাধিকবার খগেন বাবুর পক্ষ থেকে রফিকুলকে জানানো হয়। কিন্তু রফিকুল সেই বিষয়টিতে কোনোরূপ কর্ণপাত করেনি বলেই অভিযোগ। এরপর মূলত বাধ্য হয়েই খগেন বাবু উচ্চ আদালতের দারস্থ হন। বিষয়টি খতিয়ে দেখার পর পি ডব্লিউ ডি-র জায়গায় অবৈধভাবে থাকা রফিকুলের নির্মীয়মান বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেয় আদালত। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী হিঙ্গলগঞ্জ থানার পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে ফেলে পি ডব্লিউ ডি-র কর্মীরা।















