Banner Top

আদালতের নির্দেশে পিতার সম্পত্তি ফিরিয়ে দিল পুত্র

                                                                           দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ  বর্তমানে বেশিরভাগ বাড়িতেই বৃদ্ধ পিতা-মাতা-রা যেন সন্তানদের কাছে হয়ে উঠেছে বোঝা। তাঁদের উপর সন্তানদের অত্যাচার ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে তেমনই ঘটনা ধরা পড়ে। কিন্তু পুত্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আদালতের দারস্থ হয়ে এক পিতা ফিরে পায় তাঁর সম্পত্তি। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার রূপমারি পঞ্চায়েতের হাজারী কালি মন্দির এলাকা থেকে এমনই ঘটনা ধরা পড়ে। আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজারি কালি মন্দির এলাকার বাসিন্দা সুবল মন্ডল আদালতের দারস্থ হয়ে তাঁর পুত্র সুমনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন এই মর্মে যে, তাঁর ছেলে ও বৌমা বলপূর্বক তাঁর কাছ থেকে সব সম্পত্তি লিখিয়ে নেয়। সম্পত্তি লিখিয়ে নেবার পরই তাঁদের আসল রূপ প্রকাশ পায়। পিতার উপর নির্মম অত্যাচার শুরু করে ছেলে ও বৌমা। তাঁরা প্রায় দিনই পিতাকে মারধর করত। দুবেলা ঠিকমত খেতেও দিত না। মাঝেমধ্যে প্রতিবেশীরা বিষয়টা মেটানোর চেষ্টাও করেছে। কিন্তু পারিবারিক বিষয় বলে সুমন ও তাঁর স্ত্রী তাঁদের পাত্তা দেয়নি। পিতার উপর পুত্রের নির্মম অত্যাচারের জন্য এলাকায় একাধিকবার সালিশি সভাও বসেছে। কিন্তু সমাধান হয়নি। শেষমেশ বৃদ্ধ আদালতের দ্বারস্থ হয়। আদালত সমস্ত তথ্য-প্রমাণ বিবেচনা করে, পিতাকে তাঁর সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেবার নির্দেশ দেয় পুত্র সুমনকে। আদালতের নির্দেশ অনুযায়ী পিতাকে সম্পত্তি ফিরিয়ে দিতে বাধ্য হয় সেই গুণধর পুত্র। এ প্রসঙ্গে বৃদ্ধ জানান, ” আমার সম্পত্তি আমার ছেলে পাবে এটাই স্বাভাবিক। কিন্তু জবরদস্তি সম্পত্তি লিখিয়ে নেবার পর, তাঁরা আমার উপর এতটাই অত্যাচার শুরু করে যে, আমার বেঁচে থাকা দায় হয়ে গিয়েছিল। প্রতিবেশীর পরামর্শে আদালতের দারস্থ হই। বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা ছিল।” আদালতের এহেন সিদ্ধান্তে খুশি স্থানীয়রা। ওই ঘটনা প্রসঙ্গে বৃদ্ধ-র গুণধর পুত্র বা তাঁর স্ত্রী-র কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জেলার নান্দনিক সংবাদ

হোক আই এর আয়োজিত আগমনী শুট

হোক আই এর আয়োজিত  আগমনী শুট

                                                 দাবদাহ লাইভ, ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:  বাংলায় কথায় আছে আজই নীল আকাশে কে ভাসালো সাদা মেঘে ভেলা রে ভাই সাদা মেঘে ভেলা। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর বাকি হাতেগোনা আর কিছুদিন। আশেপাশে যেতে গেলে দেখা যায় বহু জায়গায় মন্ডপে তোড়জোড়  শুরু হয়ে গেছে। আর সেই সাথে পাল্লা দিয়ে শুরু হয়ে গিয়েছে দোকানে দোকানে মানুষের উঠছে পড়া ভিড় ও জামাকাপড় কেনার ঢল। তার মধ্যেই বহু নবজাত মডেলদের এবং মেকআপ আর্টিস্টদের ওভূতিপূর্ণ সুযোগ কবে দিল হোকআই স্টুডিও এবং ফটোগ্রাফি গ্রুপ। সংস্থা কর্ণধার শ্রী মন্ডল বলেন তাদের এমন একটি আয়োজনে মূল উদ্দেশ্য নবজাত মডেলদের জন্য একটি প্রোফাইল বানাতে সাহায্য করা এবং সাথে সাথে মেকআপ আর্টিস্টদের তাদের নিজস্ব কাজ ও প্রতিভাকে মানুষের মধ্যে ফুটিয়ে তোলা। শুটের আয়োজন করা হয় কলকাতার নাইসি  স্টু ডিওতে। আয়োজকেরা  জানান এই প্রতিযোগিতার যুগে মডেলদের শুধু পেজেনটা নাম দিলেই চলে না। তা ছাড়া দরকার তাদেরকে মানুষের মধ্যে পরিচিতি বাড়ানো আর সেটি বাড়বে যদি তাদের ভালো ফটো বা প্রোফাইল করে সামাজিক মাধ্যমে প্রচার পায়। এবারের আগমনী শুট-এ সর্বমোট ২৫ টি মডেল ও ২৫টি ভিন্ন মেকআপ আর্টিস্ট অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে সবারই বেশ সুন্দর ভাবে মেকআপ করে ফুটিয়ে তুলেছিলেন বিভিন্ন আর্টিস্টরা এবং তাদের মধ্যে মূলত নজর করেছে বিরাটি থেকে আশা স্রিয়া দে যাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছিলেন মুকেশ মন্ডল। মূলত মাস্টার্স পড়াশোনা ছাড়াও একজন আর্ট ওয়ার্কের শিক্ষিকা হয়েও তার জীবনে মূল উদ্দেশ্য এই মডেলিং নিয়েই এগিয়ে চলা এবং পরবর্তীকালে তিনি কি করতে চলেছেন তা এখনই জনসমক্ষে প্রকাশ করতে তেমনভাবে আগ্রহী নন বরং সবাইকে কিছু করে চমকে দেওয়াই তার জীবনে মূল উদ্দেশ্য। এছাড়াও ক্যানিং থেকে এসেছিলেন আশা পাইক। তাকে অপূর্ব একটি রূপে সাজিয়ে তুলেছিলেন শিল্পী চক্রবর্তী। মডেলিং জগতে তার প্রথম এই কাজ করে তিনি খুবই খুশি এবং ভবিষ্যতে এই মডেলিং নিয়েই তিনি এগিয়ে যেতে চান এমনটাই জানালেন। বারাসাতের বাসিন্দা শ্রেয়া ব্যানার্জি কে সাজিয়ে তুলেছিলেন রঞ্জিতা ব্যানার্জি। ব্যাংকে কর্মরত থাকা সত্ত্বেও তার জীবনে মূল ধ্যান জ্ঞান মডেলিং জগতে আজকালকার নতুন ধরনের স্টাইল এর ওপর কাজ করা এবং নিজেকে সেই ভাবে জনসমক্ষে সামনে প্রতিষ্ঠ করা। সোদপুর থেকে এসেছিলেন রাহিনী মন্ডল। তাকে অপরূপভাবে সাজিয়ে তুলেছিলেন রঞ্জনা মেকওভার। অষ্টম শ্রেণীতে পড়া শর্তেও তার জীবনে মূল উদ্দেশ্য মডেলিং জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং সেই জায়গা ধরে রাখতে পড়াশোনা ও মডেলিং দুটি একসঙ্গে ব্যালান্সিং করে চলা এখনকার ধ্যান জ্ঞান। তিনি বলেন সব জায়গাতেই বাধা আছে কিন্তু সেই বাধা তিনি হাসিমুখে বরণ করবেন আর সেই ভাবেই এগিয়ে চলবেন। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিক্সেলেন্স-এর কর্ণধার গৌতম চড়ুই।

বেলেবার্ডস দ্য ফ্যাশন স্ট্রিট পেজেন্ট শো

বেলেবার্ডস দ্য ফ্যাশন স্ট্রিট পেজেন্ট শো

                                             দাবদাহ লাইভ, ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:  স্বাধীনতা দিবসের সন্ধ্যায় মিনু ফ্যাশনস দ্বারা পরিচালিত “বেলেবার্ডস দ্য ফ্যাশন স্ট্রিট” পেজেন্ট শোতে কলকাতা সৌন্দর্য, প্রতিভা এবং ফ্যাশনের এক চমকপ্রদ উদযাপনের সাক্ষী হয়ে রইলো শহর কলকাতা। শহরের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত এই মনোমুগ্ধকর অনুষ্ঠানটি ফ্যাশন এবং বিনোদন শিল্পে উদীয়মান প্রতিভা এবং প্রতিষ্ঠিত আইকনদের একত্রিত হতে দেখা গেলো।
স্বপ্নদর্শী ত্রয়ী – নেহা মজুমদার (প্রতিষ্ঠাতা ও সিইও), অলোক বিশ্বাস এবং কুমকুম চক্রবর্তী – দ্বারা প্রতিষ্ঠিত – বেলবার্ডস দ্য ফ্যাশন স্ট্রিট ভারতে পেজেন্ট্রি এবং ফ্যাশন প্ল্যাটফর্মগুলিকে পুনর্নির্ধারণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাদের লক্ষ্য ছিল একটি অনন্য রানওয়ে অভিজ্ঞতা তৈরি করা যা স্টাইলকে সংস্কৃতির সাথে মিশ্রিত করে, নতুন মুখগুলিকে স্পটলাইটের নীচে জ্বলে ওঠার সুযোগ দেবে। এই শো-তে মডেল এবং প্রতিযোগীদের একটি দর্শনীয় লাইনআপ ছিল। প্রতিটি সৃজনশীল পোশাক প্রদর্শন করে যা ভারতের প্রাণবন্ত স্ট্রিট ফ্যাশনের প্রতি শ্রদ্ধা জানায়। সুপরিচিত সেলিব্রিটি গ্রুমার মিঃ বিহান সিং অংশগ্রহণকারীদের পরামর্শ দিয়েছে, যাতে মঞ্চে প্রত্যেকেই আত্মবিশ্বাস এবং ক্যারিশমা প্রকাশ করতে পারে। অনুষ্ঠানের বিচারক মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন প্রখ্যাত ডিজাইনার রায় কিশোরী,     বৈশাখী বসাক, সান্তনু গুহঠাকুর্তা ও  পারমিতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে সান্তনু গুহঠাকুরতা তার কলকাতা নোমা উপর একটি স্পেশাল রান ওয় পরিবেশন করেন এছাড়া উপস্থিত ছিলেন দিলীপ ঝাজারিয়া, প্রীতম দত্ত , বাজরং লাল আগারওয়াল,ধনানজয় নন্দী ,রানা মিত্র ও অর্পিতা কর্মকার সহ আরো অনেকের। এই অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটেগরিতে বিভক্ত করা হয়। টিন-ক্যাটেগরিতে প্রথম স্থান অধিকার করেন নীলাঞ্জনা দেবনাথ, দ্বিতীয় এবং তৃতীয় হিসেবে নির্বাচিত হন তারেন্সি দত্ত ও আইরস্ত প্রকাশ। এই ক্যাটাগরিতে সুস্থতা মাইটি তার প্রতিভায় দেখানোর মাধ্যমে দর্শকদের মন কেড়ে নেন। সমস্ত ধরনের মডেলদের সুযোগ দেবার জন্য এখানে বিবাহিত মহিলাদের জন্য মিসেস ক্যাটেগরি আয়োজিত হয় এবং সেখানে প্রথম স্থান অধিকার করেন মৌমিতা দে, তার সাথে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে পিয়ালী পৌল ব্যানার্জি ও মাধুরী রায়। তাদেরই ক্লাসিক ক্যাটেগরিতে প্রথম স্থান অধিকার করেন মৌসুমী রায় আর তার সাথে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন দ্বীপমালা মন্ডল ও তনুজা চক্রবর্তী। ছেলেদের বিভাগে মিস্টার ক্যাটেগরিতে জয়ী লাভ করেন সতীর্থ মন্ডল  সাথে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন সুজিত কুমার হালদার ওশংকর দাস। মহিলাদের প্লাস ক্যাটেগরিতে প্রথম স্থান অধিকার করেন কঙ্কনা মিত্র সাথে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন মনিকা ঘোষাল দাস ও মধুমিতা চৌধুরী। সর্বশেষ মিস ক্যাটেগরি তে এই অনুষ্ঠানে সমস্ত দর্শকদের নজর আলাদাভাবেই কেড়ে নেয়। আজকালকার তরুণ তুর্কিদের মধ্যে যত দিন যাচ্ছে ফ্যাশান একটি আলাদা রূপে তাদের মধ্যে আসছে এবং সেটি তারা যে গ্রহণ করছেন তাই এক প্রমাণ হয়ে রইলো এই অনুষ্ঠানটি। মূলত এই রাউন্ডে প্রথম স্থান অধিকার করেন কাঁকুড়গাছি বাসিন্দা পুনাম জয়সওয়াল। তার জীবনে মূল লক্ষ্য ভারতকে তিনি বিশ্ব দল ভাবে তুলে ধরবেন এবং নিজে মেকআপ আর্টিস্ট হওয়া সত্ত্বেও মডেলিং জগতে দৃষ্টান্তমূলক কাজের স্বপ্ন নিয়ে এসেছেন এবং সেটি তার প্রথম শো-তেই তুলে ধরেছেন চ্যাম্পিয়ন হয়ে। দ্বিতীয় স্থান অধিকার করেন দিয়াশা সাংকারী। বরানগরে বাসিন্দা দিয়াসা তার জীবনের মূল লক্ষ্য নিজেকে এই জগতে প্রতিষ্ট করে তোলা। তার এই জগতে আগমনে পেছনে যেমন তার পরিবারের ভূমিকাও তিনি অস্বীকার করেননি তার সাথে এও বলেছেন এর মাধ্যমে নিজেকে আরো ভালো করে চেনা এবং নিজেকে ভালোবাসা যায় আর সেটাই তাকে উৎসাহিত করেছে এখানে আসার জন্য। ভবিষ্যতে আরও কিছু পরিকল্পনা আছে তার এবং এই মুহূর্তে সেগুলি জনসমক্ষে কাছে আনতে নারাজ। তার এই প্রচেষ্টাকে কুর্নিশ জানান বেলেবার্ডস সংস্থা কর্ণধার এবং বলেন এখান থেকেই তার স্বপ্নে একটি শুভ সূচনা হলো। তৃতীয় স্থান অধিকার রহিতাশ্রী নাগ তার জীবনে প্রথম কোন পেজেন্টা শো-তে প্রথম তিন জনের মধ্যে স্থান অধিকার করেন এবং তিনি তাতেই খুশি। প্রতিযোগিতায় একটু এদিক-ওদিক হতেই পারে, কিন্তু সেখান থেকে শিখে নিজেকে আরও বড় মানে নিয়ে যাওয়াটাই মূল বক্তব্য। পূর্বে তিনি জি বাংলায় হয়ে কিছু অ্যাড করেছিলেন এবং তাছাড়াও একটি মেকআপ আর্টিস্ট এর হয়ে  তিনি রানওয়ে মডেল হিসেবে কাজ করেছেন। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে এমন প্রতিযোগিতা মূলক জায়গায় আসার অনুপ্রেরণা তিনি পান। তার মতে প্রেজেন্ট টা শুধু যে সুন্দর হতে হয়ে এমনটা নয় কিন্তু এখানে নিজেকে সবার সামনে তুলে ধরা এবং নিজেকে ভালোভাবে প্রসারিত করা ও নিজেকে তুলে ধরা সেটাই আসল চ্যালেঞ্জ।  এছাড়াও বারুইপুরের বাসিন্দা অনীষা হালদার তার কর্ম ক্ষমতার মাধ্যমে প্রমাণিত করেন তিনি একজন বহুদূর যাওয়ার  অশ্বমেধের ঘোড়ার মতন। মূলত তার বন্ধুদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি তার জীবনে প্রথম কোন প্রতিযোগিতামূলক শো-তে এসেছেন এবং বহু দর্শককে তাক লাগিয়ে দিয়েছেন। তার জীবনে উদ্দেশ্য আরো উচ্চমানে যাওয়ায় এবং নিজেকে সারা ভারতবর্ষের সামনে তুলে ধরে একদিন মিস ইন্ডিয়া হবার। বিচারক মন্ডলীদের কথা অনুযায়ী তারা আজকালকার ফ্যাশান নিয়ে এবং সেটিকে এগিয়ে যাওয়ার নিয়ে এই সংস্থা এমন একটি উদ্যোগকে কুর্নিশ জানান এবং আশাবাদী রাখেন যে এটি ভারতবর্ষের বুকে একটি বড় ভূমিকা পালন করবে কিছুদিনের মধ্যেই তাদের কাজের মাধ্যমে। পুরো অনুষ্ঠানে মূল কান্ডারি ভূমিকা পালন করেন সুমনা চক্রবর্তী, মৌ মন্ডল ও রিমা মজুমদার।

নিউজ এক ঝলকে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ বারাসাতে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাে বারাসাত প্রেসক্লাব

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

বারাসাতের কাছারি ময়দানের জনসভায় জনস্রোত ‌

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় জনস্রোত বারাসাতে

শিশু কিশোরদের নব সোপানের শৈত্য উৎসব

শিশু কিশোরদের শৈত্য উৎসব নব সোপানের

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনায় ডিআরএম অসহায়

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনা, নিরাপত্তা সংক্রান্ত আবেদন করেন ডিআরএম

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

আত্মহত্যার চেষ্টায় ব্যহত মেট্রোরেল পরিষেবা

আত্মহত্যার চেষ্টায় ব্যহত মেট্রোরেল পরিষেবা

সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী

সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী

পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 

পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 

পুষ্প প্রদর্শনী মেলা মধ্যমগ্রামে

মধ্যমগ্রাম ফ্লাওয়ার্স  লাভার্স এর পুষ্প প্রদর্শনী

জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং-এর

জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং এর

ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২

ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২

মাটির প্রতিমা নষ্টের অভিযোগে কাঠগড়ায় দুই ভাই 

ওয়ার্কশপে মাটির প্রতিমা নষ্টের অভিযোগে কাঠগড়ায় দুই ভাই

রক্তকরবীর সেই নীল ঘোড়া নব আঙ্গিকে

রক্তকরবীর সেই নীল ঘোড়া নব আঙ্গিকে

মধ্যমগ্রামের বিবেক মেলা উদ্বোধনে রাজ্যপাল

মধ্যমগ্রামের বিবেক মেলা উদ্বোধনে রাজ্যপাল

নিউ ব্যারাকপুর পুরসভার আয়োজনে পুষ্প প্রদর্শনী 

নিউ ব্যারাকপুর পুরসভার আয়োজনে পুষ্প প্রদর্শনী 

বেঙ্গল ফ্যাশন স্টার গৌরবের শিখরে

বেঙ্গল ফ্যাশন স্টার: গৌরবের শিখরে                                                                    দাবদাহ লাইভ,  ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:  বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো এবারের মনোমুগ্ধকর পেজেন্ট শো, যেখানে প্রায় ১৪০ জন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল প্রবর্তক জুট মিল

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল প্রবর্তক জুট মিল

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক শিয়ালদহ ডিভিশনে

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক সিনিয়র ডিসিএম

নীল সবুজ লাইনে মিলবে বিশেষ মেট্রো পরিষেবা

নীল সবুজ লাইনে মিলবে বিশেষ মেট্রো পরিষেবা

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জাল ভিডিও  সোশ্যাল মিডিয়ায় পোস্টে ধৃত এক

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জাল ভিডিও  সোশ্যাল মিডিয়ায় পোস্টে ধৃত এক

হৃদয়পুরে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হৃদয়পুরে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাস্থ্য সাথী কার্ডের সূচনা মধ্যমগ্রাম পুরসভার হাসপাতালে

সাস্থ্য সাথী কার্ডের সূচনা মধ্যমগ্রাম পুরসভার হাসপাতালে

মধ্যমগ্রাম ঘরানার নিবেদনে আলাপের উচ্চাঙ্গ সংগীত

মধ্যমগ্রাম ঘরানার নিবেদনে আলাপের উচ্চাঙ্গ সংগীত

গঙ্গাসাগর মেলায় শিয়ালদহ দক্ষিণে বিশেষ রেল সূচী

গঙ্গাসাগর মেলা উপলক্ষে অভূতপূর্ব পদক্ষেপ নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন

উদ্ধার অপহৃত ব্যবসায়ী, ধৃত ২

উদ্ধার অপহৃত ব্যবসায়ী, ধৃত ২

বঙ্গে চলবে দেশের প্রথম বন্দে ভারত ট্রেন

বঙ্গে চলবে দেশের প্রথম ‘বন্দে ভারত স্লিপার’ ট্রেন

মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন

মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন

বারাসাত জেলা পুলিশের উদ্যেগে প্রতারিতদের‌ টাকা ফেরৎ 

বারাসাত জেলা পুলিশের উদ্যেগে প্রতারিতদের‌ টাকা ফেরৎ 

বৌমাকে হত্যার অভিযোগে ধৃত কাকা শ্বশুর

বৌমাকে হত্যার অভিযোগে ধৃত কাকা শ্বশুর

শিয়ালদহ সেকশনে এসি লোকালে বিশেষ টিকিট চেকিং অভিযান

সিনিয়র ডিসিএম এর তত্ত্বাবধানে এসি লোকালে বিশেষ টিকিট চেকিং অভিযান

পরিবারের সদস্যদের শুনানিতে হাজিরার নোটিশে ক্ষুব্ধ সাংসদ

পরিবারের সদস্যদের শুনানিতে হাজিরার নোটিশ, ক্ষুব্ধ সাংসদ

সিনিয়ার সিটিজেনদের পাশে প্রশাসন

সিনিয়ার সিটিজেনদের পাশে প্রশাসন

আদালতের নির্দেশে পিতার সম্পত্তি ফিরিয়ে দিল পুত্র
User Review
94% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment