আতঙ্কে দিন কাটছে শিক্ষকের
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ জোরে গাড়ী চালানোর অভিযোগে এক শিক্ষককে বেধড়ক মারার অভিযোগ উঠল। হাকিমপাড়ার আক্রান্ত শিক্ষক সৈকত সরকার এখন আতঙ্ক নিয়ে আছেন বলে জানালেন। তিনি জানালেন একজন শিক্ষককে এইভাবে মারা হল, অথচ কেউ সাহায্য করতে এগিয়ে আসলেন না এটা ভাবতেই অবাক লাগছে। আমি নিজেও প্রচণ্ডভাবে আতঙ্কিত এবং আমার বাবা মাও আমাকে বাইরে বের হতে দিচ্ছেন না। আমার গোটা পরিবারের লোকজন আতঙ্ক নিয়ে আছে। সবাই আমাদের সঙ্গে আছে এবং আমাদের সাথেই থাকছে এটাই অনেক। সৈকত সরকার আরো জানান সেদিন যদি আমার দোষ থাকত আমি মেনে নিতাম। আমি নিজে দাবী করছি সেদিনের ঘটনায় আমার কোন দোষ ছিল না। আমি জোরে গাড়ি চালিয়েছি এটা পুরোপুরি সত্য নয়। তবে আসতেও চালাই নি। তবে যারা আমাকে একা পেয়ে এই ঘটনা ঘটালো এটা একেবারেই নিন্দনীয় ঘটনা। আমি চাই দোষীরা শাস্তি পাক এবং আসল ঘটনা সবার সামনে আসুক। আমি আগামী সাতদিন ঘর থেকেই বের হব না বলে জানিয়ে দিলেন সৈকত সরকার। তবে আমি আর চিন্তা করতে চাই না, নিজের কাজে ফিরতে চাই বলে জানিয়ে দিলেন সৈকত সরকার। সামনে আমার বোনের বিয়ে এবং তারপরে আমার বাড়িতে লোকজন আছে তাই আপাতত আমি বিশ্রাম করে কাজে ফিরবো বলে জানিয়ে দিলেন সৈকত সরকার।








