আঠাশটা ওয়ার্ডে কাজের সূচনা
দাবদাহ লাইভ, সুমাল্য মৈত্রঃ মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক যুগান্তকারী প্রকল্প হলো আমাদের পাড়া আমাদের সমাধান। সম্প্রতি, মধ্যমগ্রাম পুরসভার সামনে মধ্যমগ্রাম পুরসভার ১৮২ টা বুথের ২৮টা ওয়ার্ডে কাজের শুভ সূচনা হলো । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের পাড়া আমাদের সমাধান এবং পুরসভার নোডাল অফিসার, ছিলেন পুর পারিষদ সদস্য অরবিন্দ মিত্র, প্রল্লাদ দত্ত, এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক ও পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ, মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ
উপ পৌর প্রধান প্রকাশ রাহা, জনাব নজরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধ্যমগ্রাম পুরসভার উপ পৌর প্রধান প্রকাশ রাহা। তিনি তার নিজস্ব ভঙ্গিতে বেশ কিছু গদি মিডিয়ার তীব্র সমালোচনা করেন, এবং পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন। পাশাপাশি বক্তব্য রাখেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ তিনিও তার বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ভুয়সী প্রশংসা করেন । পাশাপাশি নিমাই ঘোষ আরও বলেছেন আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে মোট ৫৫২ টা স্কীম তৈরী করতে অক্লান্ত পরিশ্রম করেছেন দুজন অ্যাসিস্ট্যান্ট ইন্জিনিয়ার কাজল মাঝি ও মিঠু সাহা সাথে ছিলেন সাতজন এস আই এবং এই দপ্তরের পি ডাবলু ডি অফিসার, হেল্থ অফিসার ওয়েষ্ট বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অফিসারেরা আমাদের ভীষণ ভাবে সাহায্য করেছেন ।নিমাই ঘোষ আরও বলেন দোসরা অগাষ্ট থেকে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক দুই তিন ক্রমান্বয়ে আমরা বিভিন্ন ওয়ার্ডে শুরু করেছিলাম এবং দূর্গাপূজার আগে শেষ করেছিলাম। চেয়ারম্যান তার বক্তব্যে আরও জানান প্রায় আঠারো কোটি কুড়ি লক্ষ টাকার কাজ এখানে কোনো কাউন্সিলরদের ভূমিকা ছিলো না ,ছিলো পাড়ার লোকদের ভূমিকা, শুধু আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প পাড়ার লোকজন একজন নিরপেক্ষ লোক ঠিক করেছেন। অলরেডি ফিনান্সিয়াল এপপ্রুভও হয়ে গেছে তবে সেই অর্থের অঙ্কটা কতোটা সেটা চেয়ারম্যান উল্লেখ করেননি । আমাদের পাড়া আমাদের সমাধান কাজটা তিনমাসের মধ্যে শেষ করতে হবে বক্তব্যে জানিয়েছেন তিনি। শুধুমাত্র আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পই শুধু নয় পথশ্রী প্রকল্পেও চার কোটি চৌষট্টি লক্ষ টাকা মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে নিমাই ঘোষ জানিয়েছেন ।সেই টেন্ডার কমপ্লিটের পথে। ঊনত্রিশ তারিখ এটা ওপেন হবে । পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ও মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ তার বক্তব্যেও বলেন আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে তিনি নিজের উত্তর কলকাতার দায়িত্বে ছিলেন, তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী বিভিন্ন মন্ত্রীদের এই দায়িত্ব দিয়েছিলেন । মুখ্যমন্ত্রীর পোর্টালেও অনেকেই রাস্তার জন্য আবেদন করেছেন বলে জানান রথীন ঘোষ, এবং তার জন্য চার কোটি চৌষট্টি লক্ষ টাকা অর্থ বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী ।এই ভাবেই এগিয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক পর এক উন্নয়ন প্রকল্প,তাতে উপকৃত হচ্ছেন বাংলার মানুষ, এবং এই প্রকল্প বাংলার সবার জন্য । আমাদের পাড়া আমাদের সমাধান এই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন ঘোষ জানান আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষ যাতে তাদের বিভিন্ন চাহিদার কথা বলতে পারেন রাস্তা থেকে নিকাশি ব্যবস্থা, সমস্তটাই মানুষদের জন্য।
আঠাশটা ওয়ার্ডে কাজের সূচনা
0%

















