আজাদ হিন্দ বাহিনীর স্মরণে সাহেববাগানে
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, অরিন্দম চ্যাটার্জীঃ নীলগঞ্জে সাহেববাগানে নীল সাহেবদের অত্যাচারে ১৯৪৫ সালে নীল চাষি ও আজাদহিন্দ বাহিনীর সৈনিকদের নির্মম ভাবে হত্যা করা হয়। তাদের স্মরন করে ১২-১০ মিনিট পতাকা উত্তোলন ও শহীদদের স্মরন করেন বহু মানুষ। প্রতিবছর এই দিনটি পালন করেন আজাদহিন্দ সেচ্ছা সেবক পরিষদ।
0%




