আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই দুষ্কৃতকারী
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ সূত্র অনুযায়ী হানা দিতেই পুলিশের জালে আটক দুই কুখ্যাত দুষ্কৃতকারী। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। সোমবার উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নোয়াপাড়া থানার অন্তর্গত ইছাপুরের মায়া পল্লী এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্র অনুযায়ী গতকাল সন্ধ্যায় ইছাপুরের অন্তর্গত মায়া পল্লীতে হানা দেয় নোয়াপাড়া থানার পুলিশ। এরপর ওই এলাকার বাসিন্দা সোমনাথ মান্না ও শ্যামনগর এর বাসিন্দা কৌশিক দাস নামে দুই কুখ্যাত দুষ্কৃতকারীকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র সহ দুই রাউন্ড গুলি। ওই দুই দুষ্কৃতকারীকে গ্রেফতারের পর নোয়াপাড়া থানায় নিয়ে যায় পুলিশ। এরপর রাতভর চলে জেরা পর্ব। বিভিন্ন থানায় ধৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ আটক হওয়ায় ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করেছে পুলিশ। একইসাথে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে নোয়াপাড়া থানার পক্ষ থেকে এদিন ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। ধৃতরা কতদিন যাবত সমাজ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত, আগ্নেয়াস্ত্র তারা কোথা থেকে কিভাবে পেয়েছে, কারা যোগান দিয়েছিল সেগুলি, কেনই বা বেআইনিভাবে নিজেদের কাছে রেখেছিল ওই আগ্নেয়াস্ত্র, তাদের মুল উদ্দেশ্য কি ছিল, তাদের ওইরূপ কর্মকান্ডের সাথে আর কে বা কারা জড়িত, তাদের ওই চক্রের মুল পান্ডাই বা কে, উঠেছে এমনই নানাবিধ প্রশ্ন। তদন্তের স্বার্থে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব হবে বলে পুলিশ সূত্রে খবর।













