আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতি, তদন্তে পুলিশ
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ আরজি কর কান্ডের পর থেকে দিকে দিকে ঘটে চলেছে নানান অপ্রীতিকর ঘটনা। পূজোর কার্নিভাল সহ ঘটতে থাকা ঘটনাগুলির ক্ষেত্রে বারংবার পুলিশ প্রশাসনের ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এরই মাঝে বড়সড় সাফল্য পেল গোবরডাঙা থানা। সূত্রের খবর অনুযায়ী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দূষ্কৃতিকে গ্রেফতার করে গোবরডাঙা থানার পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার গোবরডাঙা থানার অন্তর্গত সাহেববাড়ি মোড় এলাকায় ঘটনাটি ঘটে। এ প্রসঙ্গে বুধবার দুপুরে হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস একটি সাংবাদিক সম্মেলন মারফত জানান, মঙ্গলবার গভীর রাতে গোবরডাঙা থানার ক্রাইম অফিসার এসআই শান্তনু ঘোষের কাছে গোপন সূত্র মারফত খবর আসে যে, সাহেববাড়ি মোড় এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে এক যুবক। খবরটা পাওয়া মাত্রই গোবরডাঙা থানার আধিকারিক পিঙ্কি ঘোষকে বিষয়টি জানান তিনি। এরপর আধিকারিক পিঙ্কি ঘোষের নির্দেশ অনুযায়ী সাহেববাড়ি এলাকায় হানা দেয় পুলিশ। সেখানে পৌঁছে এক যুবককে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। এরপরই গোবরডাঙ্গা থানার অন্তর্গত মাস্টার কলোনি এলাকার বাসিন্দা ৩০ বছরের সায়ন ব্যাপারী নামক ওই যুবককে গ্রেফতার করে গোবরডাঙা থানায় নিয়ে যায় পুলিশ। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। কিন্তু মুখে এক প্রকার কুলুপ এঁটে রাখে ধৃত ওই যুবক। বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগে, ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি, ৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে, গোবরডাঙা থানার পক্ষ থেকে ধৃতকে বুধবার একটা নাগাদ বারাসাত আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। এখন প্রশ্ন হল, ধৃত আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিল কেন, কোথা থেকে পেয়েছিল সে ওই উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি, ধৃত সেটা নিয়ে ঘোরাঘুরিই বা করছিল কেন, তাঁর সাথে আর কেউ কোনোভাবে যুক্ত কিনা, আগ্নেয়াস্ত্রটি বিক্রির উদ্দেশ্যেই কি ওই রাতে ওই স্থানে পৌঁছেছিল সে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও উদ্দেশ্য – এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর পাওয়া সম্ভব হবে বলে জানায় পুলিশ।
দ্রোহ কার্নিভালে অস্বস্তিতে তৃণমূল
কুকুরের আতঙ্কে লাঠি হাতে পাহারায় যুবকবৃন্দ
গ্রেফতার একজন শিশুসহ ১০ জন অনুপ্রবেশকারী
নিউজ এক ঝলকে
আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতি, তদন্তে পুলিশ
97%




















