আইসিডিএসএর কর্মী সভা ন্যাশনাল লাইব্রেরী হলে
দাবদাহ লাইভ, তারকেশ্বর, সম্পা মাইতিঃ ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন মজদুর সেল বিজেএমসির নেতৃত্বে ন্যাশানাল লাইব্রেরীতে আইসিডিএস এর মহিলা কর্মীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এই দিন আইসিডিএস এর ২০০ জন মহিলা কর্মীদের নিয়ে প্রায় ঘন্টারও অধিক ধরে দাবী-দাওয়া বিষয়ক আলোচনা এই অনুষ্ঠানের অঙ্গ। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি অর্ণব চ্যাটার্জী(মিঠু), উত্তর কলকাতা জেলা বিজেএমসি সভাপতি রাজু আঙ্গার, আইসিডিএস এর ইউনিয়নের সভানেত্রী ডাঃ সোমা ব্যানার্জী, সাধারণ সম্পাদিকা তথা প্রাক্তন বিধায়িকা বৈশালী ডালমিয়া, আইসিডিএস এর নেত্রী সুইটি দেবনাথ, সমীর ব্যানার্জী, সুবীর কাঞ্জিলাল, সোমা দে।
নিউজ এক ঝলকে
আইসিডিএসএর কর্মী সভা ন্যাশনাল লাইব্রেরী হলে
84%








