আইসিএআর- সিফরি ৭৭তম বর্ষপূর্তি অনুষ্ঠান প্রতিষ্ঠা দিবস হিসাবে উদযাপন
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, হিরণ ঘোষালঃ কেন্দ্রিয় সরকারের গবেষণামূলক সংস্থা আইসিএআর- সিফরি (ICAR-CIFRI) ৭৭তম প্রতিষ্ঠিত দিবস প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়। পরে কেকও কাটা হয়। মাছ চাষ নিয়ে আলোচনা সহ উন্নত প্রযুক্তিতে চাষের সাহায্য করা হয় বলে কর্তৃপক্ষ জানান। সুন্দরবন সহ চাষীদের এই পরিষেবা দিয়ে থাকে বলেও জানান।
নিউজ এক ঝলকে
আইসিএআর- সিফরি ৭৭তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রতিষ্ঠা দিবস হিসাবে উদযাপন
54%








