আইএনটিটিইউসির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি মনোনীত
দাবদাহ লাইভ, আরামবাগ, শ্রীমন্ত বাগঃ হুগলী জেলায় আবারও নতুন ভাবে আরামবাগ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি নির্বাচিত হলেন উত্তম কুন্ড। এই খবরে তার অনুগামী সহ দলীয় কর্মীরা খুশি। সকাল থেকেই দফায় দফায় তার অনুগামীরা এসে উত্তম কুন্ডুকে মালা পরিয়ে হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়। আরামবাগ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি উত্তম কুন্ড সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দল আমার প্রতি আবারও আস্থা রাখার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আগামী দিনে শ্রমিকদের নির্দিষ্ট ৮ ঘন্টার কাজের দাবিতে নায্য পারিশ্রমিক-এর দাবিতে লড়বো। শ্রমিকরা যাতে পূর্ণ মর্যাদার সঙ্গে কাজ করতে পারে সেই বিষয়ে দেখবো। দল যে দায়িত্ব দিয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে স্বীকারোক্তি দেন।















