অশোকনগর বাণীপীঠ উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ষপূর্তিতে
দাবদাহ লাইভ, অশোকনগর, প্রদীপ ব্যানার্জি: স্বাধীনতার পরবর্তী সময়ে ওপার বাংলার ছিন্নমূল পরিবারবর্গের মানুষজনদের নিয়ে গড়ে ওঠে এই উপনগরী। তৎকালীন সময়ের বিচক্ষণ নাগরিকেরা অনুধাবন করেছিলেন সমাজের উন্নতির জন্য সবার আগে প্রয়োজন সঠিক শিক্ষা ব্যবস্থা। আর সেই সমস্ত মানুষজনের ঐকান্তিক প্রচেষ্টায় তাদের সন্তানদের শিক্ষাদানের উদ্দ্যেশ্যে অশোকনগরে গড়ে ওঠে একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেখান থেকেই পরবর্তীতে দুটো আলাদা স্কুল তৈরী হয় ছেলেদের জন্য অশোকনগরে বয়েজ সেকেন্ডারি আর মেয়েদের জন্য অশোকনগর বাণীপীঠ বালিকা বিদ্যালয়। সুনামের সাথে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ ৭৫ তম বর্ষে পদার্পণ করেছে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বহু গৌরবময় ঐতিহ্য জড়িয়ে রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে। এখানকার অনেক কৃতি ছাত্রী দেশ-বিদেশে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই হাজার। ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে বর্ষ ব্যাপী বিভিন্ন রকম সাংস্কৃতিক এবং শিক্ষামূলক এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে হিসেবে ২৫সে মার্চ থেকে ২৭ সে মার্চ তিন দিন ব্যাপী নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বহিরাগত শিল্পীদের পাশাপাশি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্কুলের বর্তমান এবং প্রাক্তন ছাত্রীরা ও শিক্ষিকারা। বিদ্যালয়ের ৭৫ বর্ষ পূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অশোকনগরের বিধায়ক তথা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী,অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌর প্রধান প্রবোধ সরকার, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক ,পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডাঃ চিরঞ্জীব ভট্টাচার্য, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন সহ অনেক গুণীজনেরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌমিতা চক্রবর্তী বাসু জানালেন পড়াশুনার পাশাপাশি ভালো মানুষ তৈরি করার বিষয়েও তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন, তাছাড়া বর্তমান দিনে ছাত্রীদের মোবাইল অ্যাডিকশন দূর করার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব সহকারে চেষ্টা করেন এবং আগামী দিনেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
নিউজ এক ঝলকে
অশোকনগর বাণীপীঠ উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ষপূর্তিতে
95%

















