অশোকনগরে পণ্ডিত অশোক বন্দ্যোপাধ্যায়-এর স্মরণ সভা
দাবদাহ লাইভ, নিজস্ব সংবাদদাতা: অমৃতলোকে অস্তমিত হলেন সনাতনী দশবিধ সংস্কারের একনিষ্ঠ ঋত্বিক ও দু’শতাধিক গ্রন্থের প্রণেতা পুরোহিত রত্ন অশোককুমার বন্দ্যোপাধ্যায়। অশোকবাবু আত্মীয় পরিজনদের চিরবিদায় জানিয়ে সম্প্রতি অনন্তলোকে অন্তর্হিত হলেন। তাঁর আত্মার শান্তি কামনায় অশোকনগর-, কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির পক্ষ থেকে এক শোক সভার আয়োজন করা হয়। এই স্মরণ সভায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক মিলন আচার্য, কিশোর ভট্টাচার্য, রাজা চক্রবর্তী, শুভাশিস চক্রবর্তী, তারকনাথ ব্যানার্জি সহ অন্যান্যরা। উপস্থিত বক্তারা অশোকবাবুর বর্ণময় কর্মজীবনের স্মৃতি রোমন্থন করে বক্তব্য রাখেন। নীরবতা পালন, স্মৃতি চারণ, শান্তি বাণী উচ্চারণ ও পুষ্পাদি উপচারে পুরোহিত সংগঠনের পক্ষ থেকে পুরোহিত চুড়ামণি গুরুদেবের স্মরণানুষ্ঠান বা স্মৃতিতর্পণ সার্থক হয়ে ওঠে। সম্প্রতি এলাকার পণ্ডিতম্মন্য শাস্ত্র বিশারদ্ সম্রাট গাঙ্গুলী সামাজিক মাধ্যমে অশোকবাবু সম্বন্ধে যে বিরূপ মন্তব্য প্রকাশ করেছিলেন— তাঁর বিরুদ্ধে এই সভা তীব্র ধিক্কার জানিয়ে সোচ্চার হয়। সম্রাট উবাচ “ওনার আত্মার চিরশান্তি প্রার্থনা করি। এবং সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাছে এটাও প্রার্থনা করি। যাতে শাস্ত্রের উপরে কলম চালানোর, নিজে ইচ্ছামতো শাস্ত্রীয় বিধি বিকৃত করার কুবুদ্ধি ওনার মত ঈশ্বর যেন আর কাউকে না দেন। দিব্যান্ লোকান্ স গচ্ছতু।” পুরোহিত সমিতির সম্পাদক মিলন আচার্য বলেন, “মান্যবর অশোকবাবু ছিলেন আমাদের পথ প্রদর্শক। তাঁর প্রয়াণে আমরা অভিভাবকহীন হলাম। আমরা তাঁর কাছে আমরা অত্যন্ত ঋণী। এই পূজনীয় মানুষটি সম্পর্কে সম্রাটবাবুর কটুক্তিকে আমরা ধিক্কার জানাই। সম্রাটের প্রতি আমাদের একরাশ ঘৃণা এবং এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।” সম্রাটবাবু সম্পর্কে তির্যক মন্তব্য প্রকাশ করে প্রবীণ সাংবাদিক ও কবি নীলাদ্রি ভৌমিক জানান- “কে এই অর্বাচীন সম্রাট গাঙ্গুলি! মূর্খের মতো বুলি! মহাত্মা অশোকবাবু সম্পর্কে বিবৃতি দিয়ে, নিজের কুরূপ প্রকাশ করেছেন। তাঁর শিক্ষার মান ও নম্বর এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম জানার আগ্রহ রইল। সাহস থাকলে অবশ্যই তিনি জানাবেন। ধর্মের এই গোঁড়া(সম্রাট) মহাত্মন রামলাল ঘোষালের ‘কালিনাথ চতুষ্পাঠি’ লিখিয়ে নিয়ে রমেশ ভট্টাচার্যের তির্যক বকুনি খেয়ে নিজে টোলের অধ্যক্ষ হয়ে বসেছেন। তাকে ধিক্কার জানাই।”
এ বিষয়ে পুরোহিত সভা আগামীতে বৃহত্তর প্রতিবাদে সামিল হবে বলে আরো জানা যায়।

















