Banner Top

অমৃত ভারত প্রকল্পে বাংলার ১০ স্টেশন আধুনিকীকরণ

              দাবদাহ লাইভ,  নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার রেল ডিভিশনের অন্তর্গত ১৫ টি রেল স্টেশনকে অমৃত ভারত প্রোজেক্টের অন্তর্গত আধুনিককরণ করা হচ্ছে। আগামী ৬ আগষ্ট ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রকল্পের সূচনা করবেন শুক্রবার আলিপুরদুয়ার জংশনে সাংবাদিক সম্মেলন করে একথা জানান রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম অমরজিৎ গৌতম। রেলের আলিপুরদুয়ার ভিভিশনের অন্তর্গত ১৫ টি স্টেশনকে অমৃত ভারত প্রোজেক্টের অন্তর্গত আনা হয়েছে এর মধ‍্যে অসমের পাঁচটি ও পশ্চিমবঙ্গের দশটি। আলিপুরদুয়ার জেলার হাসিমারা , ফালাকাটা, দলগাঁও, কামাখ্যাগুড়ি,  নিউ আলিপুরদুয়ার রেল স্টেশন রয়েছে।

অমৃত ভারত প্রকল্পে বাংলার ১০ স্টেশন আধুনিকীকরণ
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment