অভিষেকের জনসভার আগে মাঠ পরিদর্শন
দাবদাহ লাইভ, পশ্চিম মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর জুড়ে এখন সাজো সাজো রব ব্লক তৃণমূল কংগ্রেসের। কারণ আগামী ৪ ঠা ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। আর এই জনসভাকে কেন্দ্র করে জেলা সভাপতি থেকে জেলা কো-অর্ডিনেটর ও মন্ত্রী সকলেই একে একে মাঠ পরিদর্শনে আসছেন। এমনিতেই কেশপুরের গোষ্ঠীদ্বন্দ্ব কাটাতে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী মানস ভূঁইয়াকে। মঙ্গলবার দুপুরের পর পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর ময়দান পরিদর্শন করলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, এছাড়াও উপস্থিত ছিলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা এবং সহ-সভাপতি সহ একাধিক নেতৃত্ব।








