অভিযোগের দ্রুত নিষ্পত্তিতে বিশেষ কমিটি গড়ল মুখ্যমন্ত্রী
দাবদাহ লাইভ, মহঃ মফিজুর রহমানঃ সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচিতে জমা পড়া অভিযোগের দ্রুত সমাধান নিশ্চিত করতে রাজ্য সরকার সব দফতরে তৈরি করেছে বিশেষ কমিটি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মুখ্যমন্ত্রীর দফতর থেকে সব দফতরে নির্দেশ দেওয়া হয় ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচিতে জমা পড়া অভিযোগের দ্রুত সমাধান নিশ্চিত করতে। এরপরেই সমস্ত দফতরের সচিবদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সব দফতরে পৃথকভাবে গঠন করা হয় বিশেষ কমিটি। নবান্ন সূত্রে খবর, রাজ্য ও জেলাস্তরের নির্দিষ্ট সংখ্যক আধিকারিকদের নিয়ে এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। যে আধিকারিকদের এই বিশেষ কমিটিতে রাখা হয়েছে, কেবলমাত্র তাঁরাই ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পোর্টালে ঢুকতে পারবেন। জানা গিয়েছে, রাজ্যস্তরের আধিকারিকরা ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচিতে জমা পড়া অভিযোগ খতিয়ে দেখে তা জেলাস্তরে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে পাঠিয়ে দেবেন। সংশ্লিষ্ট অভিযোগ দ্রুত নিষ্পত্তির পরে তা আপডেট করে দেওয়া হবে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র পোর্টালে। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ভোটারদের সমস্যা বা অভিযোগ শুনতে সরাসরি ‘মুখ্যমন্ত্রী কর্মসূচি’ চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষ যাতে নিজেদের সমস্যার কথা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতে পারেন, সেই লক্ষ্যে সম্পূর্ণ সরকারি বা প্রশাসনিক উদ্যোগে চালু করা হয়েছিল এই কর্মসূচি। চলতি বছরের ৮ জুন ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচির উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলার মানুষ সরাসরি ৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করে যাঁর যা অসুবিধা রয়েছে, তা আমাকে জানাতে পারবেন। সোম থেকে শনিবার সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত এই লাইন খোলা থাকবে। পুরোটা আমি নিজে তদারকি করবো। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রেখে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচিতে নিজেদের সমস্যা বা অভিযোগের কথা জানিয়েছেন ও জানাচ্ছেন বাংলার আমজনতা। জানা গিয়েছে, এ পর্যন্ত ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে আসা অভিযোগের ৮০ শতাংশ জরুরি পরিসেবা সংক্রান্ত আর বাকি ২০ শতাংশ অভিযোগ আইন-শৃঙ্খলা সংক্রান্ত। নবান্নের দাবি, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে আসা ৯৮ শতাংশ অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। বাকি অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে সব দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।













