অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধৃত
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতেই বিএসএফ এর হাতে আটক হয় ২ ভারতীয়। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত মালেকান ঘুমটি সীমান্তবর্তী এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মালেকান ঘুমটি সীমান্তবর্তী এলাকা থেকে কালিন্দী রোড দিয়ে দক্ষিণ ২৪ পরগনার পিয়ালী এলাকার বাসিন্দা সবিতা রায়, বিপ্লব রায় নামে দুই ভারতীয় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। বিষয়টি ওই সময় কর্তব্যরত বিএসএফ-এর ৭৭ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের নজরে আসতেই তাঁদের আটক করে। পরবর্তীতে তাঁদের হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ তাঁদের গ্রেফতার করে। ধৃতদের কাছে থেকে উদ্ধার হয় পাসপোর্ট। জানা যায়, ওই পাসপোর্ট মারফত তাঁরা ভারত থেকে বাংলাদেশে গিয়েছিল। বাংলাদেশে যাওয়ার পর তাঁদের ভিসা শেষ হয়ে যায়। পরবর্তীতে ভারতে আসার জন্য বহু চেষ্টা করেও ভিসা না পেয়ে, এদিন অবৈধভাবে তাঁরা ভারতে প্রবেশের চেষ্টা করতেই বিএসএফ তাঁদের আটক করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়। শনিবার দুপুর ২ টো নাগাদ হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধৃত
0%

















