অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে আটক ১
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয় এক মহিলা। পরবর্তীতে তাকে স্বরূপনগর থানার হাতে তুলে দেয় বিএসএফের জওয়ানরা। শনিবার বিকেলে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত বিথারী সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায় এদিন বিকেলে স্বরূপ নগরের বিথারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে উদ্যোগী হয় এক মহিলা। সেই সময় কর্তব্যরত বিথারী ১১২ নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনীরা তাঁকে আটক করে। পরবর্তীতে ওই মহিলাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে। মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সে বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা মেহেরুন নিসা মন্ডল। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে যাবার কারনে ওই মহিলাকে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ। রবিবার বেলা একটা নাগাদ সরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।








