অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ ৫ ই সেপ্টেম্বর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম দিবস। এই বিশেষ দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। বিভিন্ন প্রান্তে এই বিশেষ দিনটি উদযাপিত হচ্ছে। স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস ঘটা করে উদযাপন করা হয়ে থাকে। এই বছরও এই বিশেষ দিনটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপন করা হয়। শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নীল বিদ্যামন্দিরে আজ শিক্ষক দিবস উদযাপিত হল। শিক্ষক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এম এম আই সি শ্রীমতি শ্রাবণী, কমল কর্মকার মহাশয় সহ আরো অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়।

















