Banner Top

অন্তরদীপন সোসাইটি ভিন রাজ্যে নাট্য কর্মশালা

                                                       দাবদাহ লাইভ, কোলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ  উত্তর ২৪ পরগণা জেলার   অন্তরদীপন সোসাইটি ১৩ বছরের কর্মকাণ্ডে এ বছর ১৮ই জুলাই চলে গিয়েছিল অভিনব থিয়েটারের নির্দেশক মাননীয় দয়াল কৃষ্ণনাথের ডাকে সুদূর অরুণাচল প্রদেশ ও আসামের বর্ডারে লক্ষ্মীমপুর গ্রামে। ছোটদের গ্রীষ্মকালীন থিয়েটারের নাট্যকর্মশালার প্রশিক্ষক হিসেবে অন্তরদীপন সোসাইটির নির্দেশিকা পূর্ণা পাল ডাক পেয়েছিলেন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আগত নির্দেশকরা তাদের কর্মকৌশল এর মাধ্যমে ছোটদের নাটকের কর্মশালার জ্ঞান প্রদান করেছেন। কুড়ি দিনব্যাপী নাট্যকর্মশালার মাধ্যমে ছোটদের দিয়ে একটি নাটক মঞ্চস্থ করা হয় যার নাম স্বদেশ। সম্পূর্ণ নাটকটির নির্দেশক ছিলেন স্বয়ং দয়াল কৃষ্ণ নাথ মহাশয়। সম্পূর্ণ নাটকটিতে কোরিওগ্রাফি করেছেন বোলপুর নাট্যনিকেতন ডান্স গ্রুপ এন্ড স্কুলের নাট্যগুরু অভিষেক দত্ত। ২৬-২৭ ও ২৮ শে জুলাই অনুষ্ঠিত হয় একটি রাষ্ট্রীয় নাট্য উৎসব অভিনব থিয়েটার গ্রামে। উৎসবের প্রথম দুটি দিনে যে চারটি নাটক মঞ্চস্থ হয় স্বদেশ, কারবা সাচ, বিভ্রম ও পশ্চিমবঙ্গ গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার আমি রাজা(বাংলা) প্রত্যেকটিরই নির্দেশক ছিলেন দয়াল কৃষ্ণ নাথ মহাশয়। উৎসবের শেষ দিনে ২৮ শে জুলাই প্রথম অসমীয়া নাটক ছিল বিশ্বনাথ চারিয়ালি বর্ণম নাট্যগোষ্ঠীর নাটক তিনটি রঙিন পখিলা, নির্দেশনায় ছিলেন কুশল ডেকা। উৎসবের শেষ নাটক ছিল কলকাতা অন্তরদীপন সোসাইটি প্রযোজিত মৃত্যুঞ্জয় দাস নির্দেশিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প কঙ্কাল অবলম্বনে নাটক বিষকন্যা। নাট্যরূপ দিয়েছেন ডঃ অপূর্ব দে, একক অভিনয়ে ছিলেন পূর্ণা পাল। বিষকন্যা নাটকটির ৬০ তম মঞ্চায়ন আসামের নাট্যমোদী দর্শককে আনন্দিত ও অভিভূত করেছে।

       অন্তরদীপন সোসাইটি ভিন রাজ্যে নাট্য কর্মশালা                                                                        
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment