Banner Top

অন্তরদীপন আয়োজিত নাট্য উৎসব

          দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব প্রতিবেদকঃ  এক পা দু পা করে চলতে চলতে অন্তরদীপন সোসাইটি আজ দশ বছর পূর্ণ করে ফেলেছে। এই দশ বছর পূর্তিতে প্রতিবছরের ন্যায় এ বছরও অন্তরদীপন সোসাইটি আয়োজন করেছিল অষ্টম নাট্যোৎসব ২০২২ লোকসংস্কৃতি ভবনে ২২, ২৩ ও ২৪শে ডিসেম্বর সন্ধ্যে পাঁচটায়। এ বছরের উপরি পাওনা শ্রী শ্রী দৈতাপতি মহারাজের (পুরী জগন্নাথ মন্দির) আশীর্বাদে ধন্য হয়ে অন্তরদীপন সোসাইটি দশ বছর পূর্তির এই নাট্য উৎসবটি সংগঠিত করতে পেরেছে দর্শক দরবারে উৎসবের মুহূর্তে আমরা সাথে পেয়েছি নাট্যকার অভিনেতা শিবঙ্কর চক্রবর্তী মহাশয় কে ও নাট্যগবেষক নাট্যঅভিনেতা ও নাট্যকার ড অপূর্ব দে মহাশয় কে, এবং পাশে পেয়েছি নিলেশ বিশ্বাস মহাশয় ও মৌমিতা বিশ্বাস মহাশয়( টলিউড প্রডিউসার মৌনিল এন্টারপ্রাইজ)কে উৎসবের এই তিনটি দিনে আমন্ত্রিত দলগুলি ছিলেন রাধানগর দর্পণ, অশনি কোন্নগর, সৃষ্টি সালকিয়া, রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপ, মালদা বিষান নাট্যগোষ্ঠী ও চুঁচুড়া অংকুর. উৎসবের তিনটি দিনে অন্তরদীপন সোসাইটির দুটি প্রযোজনা মঞ্চে উপস্থাপিত হয়েছে প্রথমটি পান্থপাখি, রচনা- শিবঙ্কর চক্রবর্তী। নির্দেশনা- পূর্ণা পাল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রসিক দিগম্বর- মৃত্যুঞ্জয় দাস, নাচনি আঙুরবালা- পুরনা পাল, রিপোর্টার- দিব্যেন্দু নাথ, আমলা- সঞ্জয় রক্ষিত ও জমিদারের ভূমিকায় শিবশংকর সাহা। দ্বিতীয় নাটকটি বিষকন্যা, রচনা- ডঃ অপূর্ব দে, নির্দেশনা- মৃত্যুঞ্জয় দাস, একক অভিনয়ে পূর্ণা পাল।  থিয়েটার দীর্ঘজীবী হোক এবং আরো আরো ভালো থিয়েটার হোক।

অন্তরদীপন আয়োজিত নাট্য উৎসব
User Review
89% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment