Banner Top

অনুরঞ্জনের বাংলা বর্ষবরণ অনুষ্ঠান

                       দাবদাহ লাইভ, হাবরা,  নিজস্ব প্রতিনিধিঃ  ঠাকুরনগরে অনুরঞ্জন নাট্য সংস্থার উদ্যোগে ১৪৩০ বর্ষবরণ অনুষ্ঠান হয়ে গেল ১ বৈশাখ। এক-দুই করে  দেখতে দেখতে ঠাকুরনগর চিকনপাড়ার অনুরঞ্জন নাট্য সংস্থার বয়স ১২ বছর। এবারের বর্ষবরনে ছিল নাচ, গান ,আবৃত্তি ,স্বরচিত কবিতা পাঠ ছাড়াও মূকাভিনয় ও সংস্থার নিজস্ব নাটক । সমবেত নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপরে মঞ্চে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন এবং বাংলা বর্ষবরণের ইতিবৃত্ত তুলে ধরেন  বিশিষ্ট সাংবাদিক পাঁচুগোপাল হাজরা, নিরেশ ভৌমিক, প্রবীণ অভিনেতা তপন দত্ত। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মৃণাল কান্তি বিশ্বাস।অতিথিদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সংস্থার কর্ণধার অভিনেতা নির্দেশক মিন্টু মজুমদার ।  আবৃত্তি পরিবেশন করে তানুষ বিশ্বাস। স্বরচিত কবিতা পাঠে ছিলেন কবি বিষ্ণু বালা। গানে মৃণাল কান্তি বিশ্বাস।  মাইম পরিবেশন করে পরশ ও অনুরঞ্জনের শিশু শিল্পীরা। সবশেষে মঞ্চস্থ হয় অনুরজ্ঞনের নিজস্ব পরিচিত নাটক-  অপারেশন মগজ । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিতিকা দাস। দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের নাট্যমঞ্চের পাশেই ছিল বিভিন্ন নাটকের এক  সুন্দর চিত্র প্রদর্শনী।

অনুরঞ্জনের বাংলা বর্ষবরণ অনুষ্ঠান
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment