অঙ্গনওয়ারী কেন্দ্রে আগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায়, আংশিক অগ্নিদগ্ধ হন এক কর্মী। স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ। দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের ঠাকুরপুকুর মহেশতলা থানার আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আশুতি মোল্লাপাড়া শিশুশিক্ষা কেন্দ্রে শুক্রবার সকাল ৮ টা ১০ নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয়দের কথায়, প্রতিদিনের ন্যায় এদিন সকালে আইসিডিএস কর্মী ৫৫ বছরের ঊষা নস্কর ওই শিশুশিক্ষা কেন্দ্রে আসেন। এরপর তিনি রান্নার জন্য গ্যাস জ্বালাতে যান। সেই সময়ই ঘটে বিপত্তি। আগুন লেগে যায় শিক্ষা কেন্দ্রে। রান্নাঘরে চালের বস্তা ও দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে তাঁর হাত ঝলসে যায়। আতঙ্কিত ঊষা দেবীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পাশাপাশি, কেন্দ্রে মজুত থাকা বাকি সিলিন্ডার তাঁরা পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেন। বড়সড় দুর্ঘটনা এড়াতে স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আসে। অগ্নিদগ্ধ ঊষা দেবীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল। দমকলে খবর দেওয়া হলেও সময় মত আসেনি বলে অভিযোগ স্থানীয়দের। খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিভে যাওয়ার পর দমকল পৌঁছায় ঘটনাস্থলে। আগ্নিকান্ডের জেরে এদিন শিক্ষা কেন্দ্রটিকে বন্ধ রাখা হয়। পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান, সকালে রান্নার গ্যাস জ্বালানোর সময় পাইপ লিক করে আগুন লাগেছিল শিশুশিক্ষা কেন্দ্রে। ঘরে চালের বস্তা ও দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগল আসল কারণ খতিয়ে দেখা হবে বলে জানায় দমকল। আহত ঊষা দেবীর কথায়, এদিন রান্নার জন্য গ্যাস জ্বালাতে গিয়ে আচমকা আগুন লেগে যায়। ওই কেন্দ্রে অঙ্গনওয়াড়ির পাশাপাশি মিড-ডে মিলের রান্নাও হয়। রান্নাঘরে মজুত থাকা চাল, ডাল সহ ডিম ও অন্যান্য খাদ্য সামগ্রী পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। স্থানীয়দের সহযোগীতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। আগুন নেভাতে গিয়ে তাঁর হাত ঝলসে যায়। স্থানীয়রাই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তবে দুর্ঘটনাস্থলে সেই সময় কোনও শিশু না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
অঙ্গনওয়ারী কেন্দ্রে আগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য
0%

















